MEDIA

সাফল্যের ৪০ বছর……

 

নাফকো গ্রুপ এর পথচলা শুরু হয় ১৯৮৪ সাল থেকে। চার দশক পূর্বে যে স্বপ্ন নিয়ে একজন উঠতি বয়সী ও পরিশ্রমী মানুষ মরহুম মোঃ সামছুল হুদা লন্ডন থেকে দেশে ফিরে এসেছিলেন তাঁর সে স্বপ্ন আজ শুধু পূরনই হয়নি তা বাস্তবে রূপ লাভ করেছে যা একটি কুঁড়ি থেকে আরও নতুন নতুন কুঁড়ির জন্ম দিয়েছে।

 

৪০ বছর পদার্পণের এই শুভক্ষণে, আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে এইভাবেই নাফকো পরিবারের সাথে চলার সাথী হয়ে থাকবে এই আশা ও শুভ কামনা ব্যক্ত করছি।

Leave Your Comment

Related Posts