জনশক্তিই – আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি
জনশক্তিই – আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি……
নাফকো গ্রুপ ১৯৮৪ সাল থেকে যাত্রা শুরু করে, আজ অব্দি আসার পেছনে বহু কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের নিরালস অবদান রয়েছে।
শ্রমবান্ধব পরিবেশে কাজ করে সর্বদা আমাদের সাচ্ছন্দে রেখেছেন এমনি একজন কর্মীর নাম “জনাব আশরাফ আলী বুজুর” আমরা উনাকে সবাই প্রিয় বজলু ভাই বলে ডাকি, বজলু ভাই পূর্বে একটি ওয়ার্কশপে কাজ করতেন পরবর্তিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সামসুল হুদা স্যার এর হাতধরে নাফকো গ্রুপে ১৯৯২ সাল থেকে একজন অফিস সহকারি হিসাবে কাজ শুরু করেন।
যিনি, সবার প্রথমে অফিসে প্রবেশ ও সবার শেষে প্রস্থান করেন। সেই বজলু ভাই প্রতিদিনই আমাদের বিরামহীন ভাবে পরিসেবা দিয়ে থাকেন।
তার, ৩২ বছরের কর্মজীবনে, আমরা বজলু ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞতা ও তার সুস্বাস্থ্য কামনা করছি।